ইন্টারনেট প্যাকেজ কিনলেই টিভি ফ্রি
সারা বছরই বিভিন্ন প্রতিষ্ঠানের নানা অফার লেগেই থাকে। কিন্তু ইন্টারনেট সংযোগ নিলেই টিভি ফ্রি, এমন খবর হারহামেশা শোনা যায় না। ভারতের সবচেয়ে ধনী মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স জিও ঘোষণা দিয়েছে, ইন্টারনেট প্যাকেজ কিনলে টেলিভিশন ফ্রি দেবে তারা।
জিও জানিয়েছে, ব্রডব্যান্ড সুবিধা সংযোগে টিভি দেয়া হবে। এর জন্য ১৫ হাজার ৫৮৮ রুপির বার্ষিক ইন্টারনেট প্যাকেজ কিনতে হবে।
দেশটিতে দিন দিন ইন্টারনেট ব্যবহারকারী বাড়লেও এখনো অন্তত ৭০ কোটি মানুষ ইন্টারনেট সেবার বাইরে রয়েছে। এই অংশকে ইন্টারনেট ব্যবহারে উৎসাহ দিতেই এমন অফার দিয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
Please follow and like us: