শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন
মাদককে না বলি, ফুটবলকে হ্যাঁ বলি স্লোগানে ‘শেখ রাসেল’ স্মৃতি ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট-২০১৯ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে পারকুখরালী ‘শেখ রাসেল’ ক্রীড়া সংঘ এ খেলার আয়োজন করে। পারকুখরালী ‘শেখ রাসেল’ ক্রীড়া সংঘ’র সভাপতি আল কাদিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান।
বিশেষ অতিথি ছিলেন কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সফিকুল ইসলাম, পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন, ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিলন, যুগ্ম সম্পাদক আবুল খায়ের, সমাজসেবক কুরবান আলী প্রমুখ। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক রুস্তম আলী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ‘শেখ রাসেল’ ক্রীড়া সংঘ’র সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম।