পৌর মেয়রের সাথে মধুমল্লারডাঙ্গী উন্নয়ন কমিটির আলোচনা সভা
শহরের মধুমল্লারডাঙ্গী উন্নয়ন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে খুলনারোড মোড়রস্থ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মধুমল্লারডাঙ্গী উন্নয়ন কমিটি মধুমল্লারডাঙ্গী উন্নয়ন কমিটির মো. নুরুল হকের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি।
বিশেষ অতিথি ছিলেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা (সাগর), পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী। সভায় মধুমল্লারডাঙ্গী এলাকার সামাজিক উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, জলাবদ্ধতাসহ নানান সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আনছারুজ্জামান, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর রিয়াছাত আলী, মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, আলহাজ¦ মহসীন মোল্যা, নজরুল ইসলাম, আশরাফ আলী, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, স্বপন কুমার, আব্দুস সবুর, সহ সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুর রহমান সাঈদ, প্রচার সম্পাদক আব্দুস সেলিম, সহ প্রচার সাইফুল ইসলাম ও মঞ্জুরুল আলম, দপ্তর সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।