কেশবপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত
যশোরের কেশবপুরে নব-গঠিত পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পরিচিতি সভা শুক্রবার বিকালে শহরের সন্ধানী লাইফ ইন্সুরেন্স অফিসে অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার খানের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক সেলিম খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম টুকু, পৌর কৃষকলীগের সভাপতি আব্দুল গফুর ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান, আব্দুল হালিম সরদার, সঞ্জিব কুমার সরকার, সালাম মাল, সদস্য আনিসুর রহমান প্রমুখ।
Please follow and like us: