ভোমরা স্থলবন্দরে ৪ঘন্টা সকল প্রকার পণ্য খালাস বন্ধ :নিজ খরচে পণ্য খালাস শুরু
ঠিকাদারি প্রতিষ্ঠান শ্রমিক সরবারহ করতে না পারায়, ৪ঘন্টা ভোমরা স্থলবন্দরে সকল প্রকার পণ্য খালাস বন্ধ থাকার পর আমদানীকারকরা নিজ খরচে পণ্য খালাস শুরু করে। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত লোড আনলোড বন্ধ থাকায় প্রায় শতাধিক আমদানীজাত পণ্যবাহী ভারতীয় ট্রাক বন্দরের পার্কিং পয়েন্টে আটকা পড়ে।
ভোমরা স্থল বন্দরের উপ-পরিচালক রেজাউল করিম জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান শ্রমিক সরবরাহ করতে বাধ্য। তবে ভোমরা সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান নাসিম অভিযোগ করেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান (ড্রপস কমিনিউকেশন) শ্রমিক সরবরাহ করতে ব্যার্থ হওয়ায় পণ্য খালাস বন্ধ থাকে। এক পর্যায়ে ক্ষতি এড়াতে আমদানীকারকরা নিজ খরচে লেবার নিয়ে পণ্য খালাস করতে বাধ্য হয়। অথচ ভোমরা বন্দর কর্তৃপক্ষ আমদানীকারকদের কাছ থেকে লেবার বিল আদায় করলে ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান লেবার সরবরাহ করতে ব্যর্থ হয়।