আশাশুনিতে জাতীয় ফুটবল টুর্ণামেন্টের ২য় রাউন্ডের ১ম খেলায় দরগাহপুর জয়ী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) দ্বিতীয় রাউন্ডের ১ম খেলায় দরগাহপুর ইউনিয়ন ফুটবল একাদশ জয়লাভ করেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
বিকাল ৪ টায় বিপুল দর্শক সমাগমে অনুষ্ঠিত খেলায় দরগাহপুর ইউনিয়ন ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে বীর মুক্তিযোদ্ধা আঃ হাকিম স্মৃতি সংসদ ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন পিপুল খান। সহযোগি রেফারী ছিলেন জাহিদ হাসান, সঞ্জয় কুমার বিশ্বাস ও রাহুল সরকার। ধারাভাষ্যে ছিলেন শাহ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক স ম সেলিম রেজা সেলিম, আশাশুনি প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাংবাদিক সোহরাব হোসেন, শেখ হিজবুল্লাহ, শেখ আরাফাত, শেখ মতলুবুর রহমান, ডাঃ ফারুক হোসেন, মেম্বার জাহাঙ্গীর আলম মিতু, শাহিনুর ইসলাম, পাইকগাছা উপজেলা খাদ্য কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার শ্রীউলা ইউনিয়ন পরিষদ ও আনুলিয়া ইউনিয়ন পরিষদ মুখোমুখি হবে।