মদের লাইসেন্স হস্তান্তর করে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা কমল রায়ের
আজ বুধবার সকালে খলিষখালী ইউনিয়ন পরিষদে এসে সকলের সম্মুখে মদের লাইসেন্স তুলে দিয়ে নতুন দৃষ্টান্ত উপস্থাপন করলেন খলিষখালী ইউনিয়নের চোমরখালী গ্রামের মাদকসেবী কমল রায় ।
খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর রহমান জানান,খলিষখালী ইউনিয়নের চোমরখালী গ্রামের মনোরঞ্জন রায়ের ছেলে কোমল রায় দীর্ঘদিন যাবত মাদকাসক্ত ছিল। এই নিয়ে তাদের সংসারে প্রায় অশান্তি হত। কিছুদিন আগে তার স্ত্রী ও মা আমার পরিষদে এসে অভিযোগ জানলে আমি তাদের বাসায় গিয়ে তাকে কোমল রায়কে বিষয়টা বোঝানোর চেষ্টা করে সফল হই। আজ সকালে হঠাৎ আমার ইউনিয়ন পরিষদে এসে আমার নিকট তার মদের লাইসেন্সটি হস্তান্তর করে সেখানে উপস্থিত সকলের সামনে বলে যে আমি জীবনে আর কোনদিন মদ খাবনা ও স্বাভাবিক জীবন যাপন করব ।
এ সময় সেখানে উপস্থিত ছিল,ইউপি সদস্য ওসমান শেখ,ইউপি সচিব শহিদুল ইসলাম, যুবলীগ নেতা নারান হোড়, সাংবাদিক শাহিন আলম প্রমূখ।