তালায় ভ্রাম্যমাণ আদালতে ৬ জনকে জরিমানা ও ২ জনের জেল
তালায় ডেঙ্গু ও পরিষ্কার পরিচ্ছন অভিযানে পরিচালনা চলাকালে ৬ জনকে ৬০হাজার টাকা জরিমানা ও ২ জনকে ১৫ দিনের জেল প্রদান করেছেন তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:ইকবাল হোসেন ।
উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানাযায় ,আজ (মঙ্গলবার) উপজেলার জেয়ালা ঘোষ পাড়ায় গ্রামে ডেঙ্গু ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনাকালে পাশের খালে ময়লা আর্বজনা,গরু ছাগলের মলমুত্র, মারাত্মক রোগের সংক্রমণ ছড়াতে পারে এমন অবহেলামূলক কাজ অপরাধে ২৬৯ ধারা মোতাবেক জেয়ালা ঘোষ পাড়ার পার্থ ঘোষ,প্রশান্ত ঘোষ,মনোরজ্ঞন ঘোষ,বিশ্বনাথ ঘোষ,অজুন ঘোষ কে ১০ হাজার টাকা করে মোট ৬০হাজার টাকা জরিমান এবং আশিষ ঘোষ ও উপল ঘোষ কে ১৫দিনের জেল প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ।
Please follow and like us: