কালিগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত
কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব কর্তব্য ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সচিব মনজুর আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ বিশ্বাস। এসময় আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য নিরঞ্জন কুমার ঘোষ, নিজাম উদ্দিন, আহম্মাদ আলী, সংরক্ষিত মহিলা সদস্য মৌসুমী পারভীন প্রমুখ।
ইউএসএআইডি‘র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা ও বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন নবযাত্রা প্রকল্পের ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর আনজুমানারা। কর্মশালায় সার্বিক তত্বাবধায়নে ছিলেন ইউডিএমসি’র আবু রায়হান ও ইয়োথ ভলেনটিয়ার আয়শা খাতুন। দিনব্যাপি প্রশিক্ষণে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির ৩১ জন সদস্য অংশগ্রহন করে।