শ্যামনগরে এক অসহায় বৃদ্ধার দায়িত্ব নিলেন জি.এম সৈকত
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের সাপেরদুনে গ্রামে বাড়ী অসহায় মজিবর ঢালী। বয়স ষাট বছর। বর্তমানে ভিক্ষা বৃত্তি করেন। পরিবারের কেউ তার পাশে নাই। হঠাৎ করে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এই সময় তার পাশে গিয়ে দাঁড়ায় মানবতার কল্যাণ ফাউন্ডেশনের শ্যামনগর উপজেলার প্রতিনিধি মাইদুল ইসলাম ও মেরী বেগম।
মাইদুল ইসলাম মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাতক্ষীরার কৃতি সন্তান, নাট্যনির্মাতা জি.এম সৈকত কে বিষয়টি অবগত করলে জি.এম সৈকত মজিবর ঢালীর দায়িত্ব নেন। বর্তমানে তিনি জি.এম সৈকতের সভাপতিত্বে পরিচালিত আরা বৃদ্ধাশ্রমে আছেন। এ প্রসঙ্গে আরা নির্বাহী সম্পাদক আবুল কালাম আজাদ জানান, সৈকত ভাই সর্বদা মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। ওনার মাধ্যমে আমরা অবগত হয়ে মজিবর ঢালীর থাকা-খাওয়া ও চিকিৎসার দায়িত্ব নিয়েছি। আরা ও মানবতার কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরাতে যৌথ ভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।