বাঁশদহা কাজিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন:সভাপতি সেলিমউদ্দীন
সাতক্ষীরা সদর উপজেলার এক নম্বর বাঁশদহা ইউনিয়নে কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
আজ ৩ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকার সময় স্থানীয় কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এগারো সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। এসময় চার জন অভিভাবক,দুই জন বিদ্যোৎসাহী,এক জন মাধ্যমিক শিক্ষক,এক জন ওয়ার্ড সদস্য,এক জন প্রধান শিক্ষক,এক জন শিক্ষক প্রতিনিধি সর্ব মোট এগারো সদস্যের কণ্ঠও ভোটের মাধ্যমে বিদ্যোৎসাহী সদস্য সেলিমউদ্দীনকে সভাপতি নির্বাচিত করা হয়। এবং সহ-সভাপতি নির্বাচিত হন শেখ আরিফুজ্জামান (রুবেল)। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি তহিদুর রহমান,আলাউদ্দীন,সিরাজুল ইসলাম,লুৎফর রহমান সহ উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক/কর্মচারী। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ সরকার বলেন সরকারী নীতি মালা অনুযায়ী ভোটার তালিকা সম্পন্ন করে এগারো সদস্যের মুল কমিটি গঠনের পরে বিধি মোতাবেক সভাপতি নির্বাচিত করা হয়েছে।