ভোমরা ইউনিয়নে কিট প্রতিরোধক স্প্রে ও সচেতনতা সভা
‘সচেতন হউন, ডেঙ্গু প্রতিরোধ করুন’ স্লোগানে ভোমরা ইউনিয়নে প্রতিদিন সকাল-সন্ধ্যা কিট প্রতিরোধক স্প্রে, সচেতনতা সভা ও লিফলেট বিতরণ করা হচ্ছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান মো. ইসররাইল গাজীর নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী বলেন, ডেঙ্গু কোনো আতঙ্ক নয়, প্রয়োজন আমাদের সচেতনতা। আমার ইউনিয়নে এখনও পর্যন্ত কোন ডেঙ্গু সনাক্ত হয়নি। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। সচেতনতাই আমাদেরকে এই ভয়াবহ ডেঙ্গু থেকে মুক্তি দিতে পারে। সাধারণ মানুষের সচেতনতা সৃষ্টি এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষে কাজ করে যাচ্ছি।’ এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আশরাফুল ইসলাম, আব্দুল গণি, সাহেব আলী, সাজ্জাত হোসেন, মোনাজাত আলী, জালাল উদ্দীন, মোসলেম আলী, আব্দুস সাত্তার, মিজানুর রহমান, ইউপি সচিব রেজাউল ইসলামসহ ইউনিয়নের গ্রাম পুলিশ, ন্যাশনাল সার্ভিসের কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।