ফেসঅ্যাপের পর এবার ‘প্রিয় চরিত্র’ ট্রেন্ড চালু
‘ফেসঅ্যাপ’-এর মাধ্যমে কয়েক সপ্তাহ আগে বুড়ো হওয়ার হিড়িক লেগেছিল স্যোশাল মিডিয়ায়। এবার নতুন ট্রেন্ড হিসেবে বিশ্ব কাঁপাচ্ছে জিএও বা জাও নামে একটি নতুন চীনা অ্যাপ্লিকেশন। এটির মাধ্যমে নিজের চেহারা পছন্দের তারকার কোনো ভিডিও ক্লিপের চরিত্রের মুখের জায়গায় জুড়ে দিতে পারবে ব্যবহারকারী। খবর রয়টার্স।
নতুন এই অ্যাপটির কাজ অনেকটা ফটোশপের মতো। অ্যাপটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির মাধ্যমে ভিডিওতে ইউজারদের ছবি ইম্পোজ করে দেয়।
গু সি নামের একজন ছাত্রী রয়টার্সকে জানায়, তার বন্ধুদের দেখাদেখি সেও জাও অ্যাপটি ডাউনলোড করেছে। বাস্তবে সে জাপানি মেকআপ করতে চাইলেও অনেক কঠিন বলে করতে পারেন না। কিন্তু এই অ্যাপের সাহায্যে সে নিজেকে জাপানি মেকআপে চরিত্রে কেমন দেখাবে তা দেখতে পাচ্ছে। যা সত্যিই অনেক মজার বলে জানান তিনি।
চীনে গত এক সপ্তাহের মধ্যে অ্যাপটি লক্ষবারের বেশি ডাউনলোড করা হয়েছে। কিন্তু অ্যাপটির জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে ইউজারদের গোপনীয়তার বিষয়গুলো উঠে এসেছে। জাও কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের নিরাপত্তার বিষয়ে তারা সচেতন রয়েছে।