কালিগঞ্জে পৃথক পৃথক সড়ক দূঘটনায় ৫ ব্যক্তি আহত
কালিগঞ্জে দুটি মটর সাইকেল মধ্যে সড়ক দুর্ঘটনায় ৫জন আহত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ দুদলী নতুন হাট মোড় এলাকায় সড়কে এ দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন পাইকগাছা উপজেলার হাফিজুর রহমানের পুত্র সোহাগ (১৫), দেবহাটার বরেয়া গ্রামের আবু সাঈদের পুত্র সলেমান (২৩), কুলিয়া পুস্পকাটি গ্রামের রবিউল ইসলাম এর পুত্র রাশিদুল ইসলাম (২২), একই এলাকার মোস্তাক গাজীর পুত্র ইয়াসিন (২৩)। মারাত্বক আহত অবস্থায় আহতরা কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে রবিবার সকাল সাড়ে ১০টায় দুদলী মোড়ে মটর সাইকেল ও ভ্যানের মধ্যে দূর্ঘনায় মটর সাইকেল আরোহী দুদলী গ্রামের আছির উদ্দিন মোল্লার পুত্র আবু হাসান (৪৩) মারাত্বক আহত হয়। কালিগঞ্জ ফায়ার সাভির্সের কর্মীরা দুটি দুর্ঘটনায় আহদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
কালিগঞ্জ ফায়ার সার্ভিস ইনচার্জ আতিয়ার রহমান জানায়, যে কোন অগ্নিকান্ড ও দূর্ঘনায় জনসাধারন ফায়ার সার্ভিস ষ্টেশনে সংবাদ দিলেই আমরা দ্রুত ঘটনা স্থলে যেয়ে আগুন নিভায় ও আহতদের উদ্ধার করে হাসপাতলে নিয়ে যাই। কিন্ত রোগীদের ফায়ার সার্ভিসের গাড়ীতে নিয়ে যাওয়া কষ্টকর ও ঝুকিপূর্ন হয়ে পড়ে। ফায়ার সার্ভিস ষ্টেশনে সরকারী ভাবে একটি এ্যাম্বুলেন্স প্রদান করলে এলাকার মানুষ বেশী উপকৃত হবে।