সেক্টর কমান্ডারস ফোরাম’র সাতক্ষীরা জেলা কমিটি গঠন
সেক্টর কমান্ডারস ফোরাম সাতক্ষীরা জেলা কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকালে সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ হলরুমে নবগঠিত এ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নব গঠিত এ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) বাংলাদেশ নৌ বাহিনী মীর রিয়াছাত আলী, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, বীর মুক্তিযোদ্ধা এড. ইউনুছ আলী, বীর মুক্তিযোদ্ধা মো. আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. হাসানুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. জহুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, আইন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. নুরুল আলম, গবেষণা ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. আব্দুল বারী, প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান, সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাসার, দাপ্তরিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর করিম, নারী বিষয়ক সম্পাদক তাহমিনা ইসলাম, যুব বিষয়ক সম্পাদক মীর মাহি আলম, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ইমাম বারী, কার্যকরি সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. কামরুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন, খালিদ বিন রিয়াছাত, ইসমাতারা জেরিন, মীর আবু বকর ছিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. নুরুল হক।