ইজিবাইক চালকের ফোন নিয়ে চম্পট দিলো অজ্ঞাতনামা মোবাইল চোর:সন্ধান দেওয়ার অনুরোধ (ভিডিওসহ)
সাতক্ষীরায় এক ইজিবাইক চালকের ফোন প্রতারিত করে হাতিয়ে নিয়ে পালিয়েছে এক প্রতারক চোর।চলকের নাম শফিফুল ইসলাম। সে উত্তর ফিংড়ি গ্রামের নজরুল ইসলামরে ছেলে । শফিকুল ইসলাম এর চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনটি ছিলো স্যামসং সিরিজের।যাহার মডেল- গ্যালাক্সি জে৬প্লাস, রং-নেভিব্লু। উক্ত ফোনের, আই এম ই আই নং-৩৫২৬৮২/১০/৮৭১৬৮২/৯, ও ৩৫২৬৮৩/১০/৮৭১৬৮২/৭।
https://www.facebook.com/1097067257079185/videos/503460300216491/
ইজিবাইক চালক শফিকুল ইসলাম জানান,গত ২৭-০৮-২০১৯ তারিখ মঙ্গলবার প্রতিদিনের মতো গাড়ি নিয়ে ভাড়া চালাতে বের হয়। বিকাল ৫ টার দিকে এক জন অপরিচিত প্যাসেঞ্জার আমাকে বলে আমি ব্যাংদহা থেকে বদরতলা বাজারে যাব এবং বদরতলা থেকে আবার ব্যাংদহায় আসবো । বদরতলা থেকে আমার সাথে আরো ৩ জন লোক আসবে।আমি তাকে নিয়ে বদরতলা বাজারে যাই । সেখানে গিয়ে নেমে সে একটি হোটেলে ৫টি সিংড়া অডার দেয় । অর্ডার দিয়ে আবার আমার গাড়ির কাছে এসে বলে ভাই আপনার ফোনটা একটু দেন । আমার ফোনে টাকা নাই। যে ৩ জন লোক যাবে তাদের কাছে ফোন দিতে হবে। আমি সরল মনে তার হাতে আমার ফোনটি দিয়ে দেয়।ফেনটি নিয়ে কথা বলতে বলতে সে একটু দুরে চলে যায়। দেরি হচ্ছে দেখে আমি গাড়ী থেকে নেমে লোকটিকে খুঁজতে থাকি ।কিন্তু আমি তাকে আর খুঁজে পেলাম না । অনেক সময় খোঁজাখুঁজির পরে তাকে না পেয়ে আমি ব্যাংদহা বাজারে ফিরি আসি । এসে চোর আমার গাড়িতে উঠার আগে ব্যাংদহা বাজারের একটি দোকানে টাকা খুচরা করতে যায়। আমি সেই দোকানে গিয়ে তার সিসি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করি ।এবং তার ছবি বিভিন্ন মানুষকে দেখায় । কিন্তু এখনো কেউ তাকে চিনতে পারেনি ।তাই সকলের কাছে আবেদন লোকটিকে আপনারা চিনতে পারলে আমাকে জানাবেন।যোগাযোগের নাম্বার ০১৭৫৫-২১৩৫৭৭।
এদিকে মোবাইল হারানো মর্মে আমার পিতা-মোঃ নজরুল ইসলাম (৪৫) সাতক্ষীরা থানাতে একটি সাধারণ ডায়রী করেছেন। ডায়রী নং-২৪,তাং-০১-০৯-১৯।
বি.দ্র:ভিডিওটিতে চোরের গায়ে ঘি রঙের শার্ট,পরনে লুঙ্গী ও মাথায় টুপি ।