শ্যামনগরে সম্মিলিত নাগরিক সমাজের জাতীয় শোক দিবস পালন
শোকের মাসের শেষ দিন আজ ৩১ আগষ্ট শনিবার সকাল ১০ টায় শ্যামনগরে সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের স্মরনে শোক সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শোক সভায় শ্যামনগর সদর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পি পি উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, নকিপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.আব্দুল মান্নান, নকিপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মূখার্জী, জোবেদা সোহরাব মডেল একাডেমির প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, সাংবাদিক শেখ অফজাল, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, ইউপি সদস্য মলয় কুমার ঝন্টু।
এসময় উপস্থিত ছিলেন সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সরকারী মহাসীন কলেজের পেশ ইমাম মুফতি মাওঃ নজরুল ইসলাম।