বরেণ্য ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
বরেণ্য ভাষা সৈনিক আলহাজ্ব শেখ আমানুল্লাহ’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ শনিবার। মৃত্যুবার্ষিকীর এই দিনে মরহুমের সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে বলে জানা গেছে। প্রয়াত শেখ আমানুল্লাহ’র গ্রামের বাড়ি কলারোয়ার ঝঁাপাঘাট গ্রামে। তিনি কলারোয়া উপজেলার মধ্যে একমাত্র ভাষা সৈনিক ছিলেন। ৬ষ্ঠ এ মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও পাবলিক ইনস্টিটিউট বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান জানান, কর্মসূচির মধ্যে রয়েছে: আজ শনিবার সকাল ১০টায় মরহুমের নিজ গ্রাম ঝাঁপাঘাটের সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ। বিকেল ৪ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি কার্যালয়ে মাধ্যমিক শিক্ষক সমিতি ও পাবলিক ইনস্টিটিউট’র যৌথ উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সকলকে শরিক থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতা আমানুল্লাহ আমান। উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ আগস্ট ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য ভাষা সৈনিক ও শিক্ষক নেতা আলহাজ্ব শেখ আমানুল্লাহ।
Please follow and like us: