কুশখালী ইউনিয়নে ডেঙ্গু মোকাবিলায় কীট প্রতিরোধক ও স্প্রে মেশিন বিতরণ
বর্তমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টা আরো শক্তিশালীকরণের লক্ষে প্রতিটি ওয়ার্ডে শুরু হয়েছে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান। শুক্রবার ছুটির দিনেও সদর উপজেলার ২নং কুশখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে সচেতনতা সভা ও ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যদের মাঝে ডেঙ্গুর কীট প্রতিরোধক রাসায়নিক এবং স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম (শ্যামল)’র উদ্যোগে ডেঙ্গুর কীট প্রতিরোধক ও স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য লিয়াকত বাবু, রফিকুল ইসলাম, রুহুল আমিন, মতলেবুর রহমান টুটুল, সাইফুদ্দীন পলাশ, আলমগীর হোসেন, আজিজার রহমান, মনিরুল ইসলাম, রহিমা খাতুন, মঞ্জুয়ারা প্রমুখ।
এসময় ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানিয়ে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টা শক্তিশালীকরণের লক্ষে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের পাশাপাশি যার যার জায়গা থেকে কাজ করার আহবান জানান এবং প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে মশানাশক স্প্রে ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন তিনি। এছাড়া শুক্রবার জুমআ নামাজের সময় প্রতিটি মসজিদে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা করা হয়।