প্রতিভা
প্রতিভা আছে সবার মাঝে
হয়তো আছে ঘুমন্ত,
সেই ছেলেটি সফল হবে
যে করে তারে জাগ্রত।
সুপ্ত প্রতিভা গুপ্ত আছে
লাগাও প্রাণের ছোয়া,
দেখবে শেষে যাবে মুছে
অন্ধকারের ধোঁয়া।
প্রতিভার দ্বারা হয়েছে
রবীন্দ্র নজরুল,
তোমরা ও পারো কাজে লাগাতে
ফোটাতে আশার ফুল।
কবি সুকান্তর মৃত্যু হয়েছে
বয়স যখন একুশ,
তারই মাঝে হয়েছে
মনে রেখেছে মানুষ।
চেষ্টা করলে পারবে তোমরা
প্রতিভারে লাগাতে কাজে,
হতেও পারো স্মরণীয় কেউ
দেশ পৃথিবীর মাঝে।
Please follow and like us: