জেলায় সামগ্রিক উন্নয়নে চারটি সংসদীয় আসনের সংসদ সদস্যদের সাথে সংলাপ
সাতক্ষীরার সামগ্রিক উন্নয়নে জেলাবাসীর চাওয়া পাওয়া নিয়ে জেলার চারটি সংসদীয় আসনের সংসদ সদস্যদের সাথে সংলাপ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি।
এব্যাপারে শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১০টায় শহরের মুনজিতপুর ইসু মিয়া সড়কস্থ মীর মহলে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। এসময় সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার বিভিন্ন বিষয়ে উন্নয়ন ও চাওয়া পাওয়া নিয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি.এম নুর ইসলাম, সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক (উন্নয়ন) ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।