কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে বাল্যবিবাহ পন্ড দশ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কালিগঞ্জে বাল্যবিবাহ পন্ড করে দিলেন ইউ এন ও সরদার মোস্তফা শাহিন। নবম শ্রেনীর ছাত্রীকে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামে।
তথ্যানুসন্ধানে জানাগেছে, উপজেলার চাঁচাই গ্রামের আব্দুস সালামের মেয়ে ও রুস্তুম আলী হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্রী রুবিনা খানম (১৪) কে গোপনে বিয়ে দেওয়া হয় কৃষ্ণনগর ইউনিয়নের নেঙ্গী গ্রামের জাহানারা খাতুনের পুত্র বিল্লাল হোসেন (২৩) এর সাথে। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মেয়ে পক্ষ।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ ও জরিমানা করেন।