সাংবাদিককে নিয়ে কটুক্তি করায় সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ইউনিটি এর নিন্দা প্রকাশ
সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ইউনিটি এর কার্যনির্বাহী সদস্য মো. আমজাদ হোসেন মিঠু’কে নিয়ে স্যোশাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করায় বিবৃতি প্রদান করেছে সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বরুণ ব্যানার্জী, সহ-সভাপতি তপন কুমার বিশ্বাস ও গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক এম,ডি আরাফাত আলী,যুগ্ম সাধারণ সম্পাদক নাগিব মাহফুজ,সাংগঠনিক সম্পাদক আসিফ মাহফুজ,সহ-সাংগঠনিক বিশ্বজিৎ চক্রবর্তী, অর্থ বিষয়ক এস,কে জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মহিউদ্দিন কুরাইশ, তথ্য বিষয়ক সম্পাদক একরামুল কবির, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল বারী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পলাশ মন্ডল।
কার্যনির্বাহী সদস্য আমজেদ হোসেন মিঠু, মেহেরুজ্জামান, বেলাল হোসেন,এস,কে ফিরোজ আহম্মেদ, মনিরুল ইসলাম,এস,এম গোলাম ফারুক,জি,এম মিজানুর রহমান, এস,কে ফেরদৌস আহমেদ, মেহেদী নেওয়াজ সোহাগ,জহুর হাসান সাগর ও জি.এম কামরুজ্জামান সহ জেলা রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিক বৃন্দ।
গত কয়েক দিন আগে শ্যামনগরের উপজেলা ছাত্রলীগের সাবেক বহিষ্কৃত সভাপতি, নারীলোভী ও মাদকসেবী হাফিজুর রহমান হাফিজ এর নামে মামলা হয়েছে। এবং এই ঘটনাকে পত্রিকায় খবর প্রকাশ করায় সে সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটি এর কার্যনির্বাহী সদস্য, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার শ্যামনগর প্রতিনিধি আমজাদ হোসেন মিঠু কে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে স্ট্যাটাস দেয় এবং সেই সাথে সাংবাদিক মিঠুর ব্যক্তিগত মেসেঞ্জারে প্রাণনাশের হুমকি দেয়।
সাতক্ষীরা জেলা প্রশাসনের কাছে ওই ঘটনার সাথে জড়িত এবং প্রকৃত দোষীদের শাস্তির দাবী জানিয়েছে সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ইউনিটি এর কর্মরত সাংবাদিক বৃন্দ।