কালিগঞ্জ মৌতলায় পূর্ব শত্রুতার জের ধরে কলেজ ছাত্রীকে মারধোরসহ গহনা আত্মসাৎ, থানায় অভিযোগ
কালিগঞ্জ থানার মৌতলা গ্রামে কলেজ পড়ুয়া ছাত্রীকে মারধোরসহ শ্লীলতাহানি ও গহনা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। অভিযোগকারি কালিগঞ্জ থানার মৌতলা গ্রামের শেখ আব্দুল্লার মেয়ে, শিমু রেজা এমপি কলেজের ছাত্রী আফিয়া পারভীন। অভিযোগ সূত্রে জানা যায়, জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বহু দিন ধরে বিরোধ চলে আসছিল প্রতিবেশি আহসান হাবিবের পরিবারের সাথে।
আফিয়া পারভীন অভিযোগপত্রে বলেন, আমার বাবা সরকারি ৪র্থ শ্রেনির কর্মচারি হওয়াতে বাড়িতে থাকতে পারেন না, বাড়িতে থাকি আমি, মা ও আমার ছোট ভাই। আমাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ থাকাতে প্রাই আমাদের গায়ে পড়ে ঝগড়া করতে চায় তারা আমাদের বাজে ভাষাতে গালি গালাজ করে আমাদের ক্ষয়ক্ষতি করে আহসান হাবিবের পরিবার।
এসকল বিষয়ে স্থানীয় ভাবে একাধিকবার মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ, তারা কাউকে মানতে চায় না। তিনি জানান, গত ইং- ২৫আগষ্ট ২০১৯ তারিখে আমার মা আমাদের সিমানার ভিতরে জ্বালানি কাঠ রেখে দিলে, আহসান হাবিবের ছেলে রানা (২৫) আমাদেরকে লক্ষ্য করে বাজে ভাষাতে গালিগালাজ করতে থাকে এবং কাঠ এদিকে ওদিকে ছুড়ে ফেলাতে থাকে।
তখন আমরা ঘর থেকে বাইরে এসে কাঠ ফেলার এবং গালিদেয়ার কারন জানতে চাইলে রানা আমাকে চড় থাপ্পড় মারতে থাকে তখন আমার মা ঠেকাতে গেলে রানার সাথে আহসান হাবিব ও রোকেয়া যুক্ত হয়ে গলা ধাক্কা দিয়ে আমার মাকে মাটিতে ফেলে দেয় এবং রানা একটি লাঠি নিয়ে আমার মায়ের মাথা লক্ষ্য করে সজোরে আঘাত করতে গেলে আমার মা হাত দিয়ে বাধা প্রদান করলে আঘাতটি হাতে লাগে এবং তারা একত্রে হয়ে আমার ও আমার মায়ের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
ততক্ষনে আমাদের ডাকচিৎকারে গ্রামবাসী জড়ো হয়ে তাদের হাত থেকে আমাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। আফিয়া আরো বলেন, তারা আমার বাড়ির সামনে রাস্তার উপরে রেখে পুলিশ দিয়ে ধরিয়ে দিব। তোকে মেরে তোর লাশ গুম করে দিব বলে হুমকি প্রদান করতে থাকে। আফিয়া জানান এবিষয়ে আমি বাদি হয়ে কালিগঞ্জ থানাতে একটি লিখিত অভিযোগ করেছি আমি এর সুষ্ঠ বিচার চাই।
এ বিষয়ে কালিগঞ্জ থানার এসআই সালাউদ্দিন জানান, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।