আবিষ্কৃত হলো মানুষের স্মৃতি নিয়ন্ত্রক জিন
মানুষের তৈরি সবকিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু কখনো ভেবেছেন কি, মানুষের স্মৃতিও নিয়ন্ত্রণ করা সম্ভব? হ্যাঁ, এই অসম্ভবকেই সম্ভব করেছেন বিজ্ঞানীরা। মানুষের স্মৃতি সংরক্ষণের জটিল প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এমন একটি জিন আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা।
ভারতীয় বংশোদ্ভূত গবেষক ইংঝি লিনের নেতৃত্বে এক দল স্নায়ুবিজ্ঞানী এ জিন আবিষ্কার করেন। বিজ্ঞানী নব আবিষ্কৃত এ জিনটির নাম দিয়েছেন এনপাস-৪।
কোনো ব্যক্তি যখন নতুন কোনো বিষয় অনুভব করে, তখন তার ব্রেন এটিকে স্নায়ুতন্ত্রের সংযোগে স্মৃতিতে সংরক্ষণ করে। তবে ওই স্নায়তন্ত্রে তখন অনেক জিনের প্রয়োজন হয়।
আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলোজি’র (এমআইটি) ওই গবেষকরা এনপাস-৪ জিন সম্পর্কে গবেষণাটি করেন। এক্ষেত্রে তারা ইঁদুরের সাহায্য নেন। এনপাস-৪ জিনটি হিপোক্যাম্পাসে বেশি সক্রিয় থাকে বলে গবেষকরা জানান।
গবেষকরা বলেন, মানুষের নতুন অভিজ্ঞতার ক্ষেত্রে এনপাস-৪ জিন কয়েকটি জিনে রূপান্তরিত হয়। এরপর অভ্যন্তরীণ সংযোগ তারের মাধ্যমে স্নায়ুতন্ত্রের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং ব্রেনকে মডিফাই করে।