প্রতাপনগর হরিষখালীর বেড়ীবাঁধ হুমকির মুখে:স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কার চলছে
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হরিষখালী বেড়ীবাঁধ হুমকির মুখে রয়েছে। চরম ঝুঁকিপূর্ণ-জরাজীর্ণ পাউবোর বেড়ীবাঁধটি দীর্ঘদিন চরম ঝুকিতে থাকলেও যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এখন খুবই নাজুক হয়ে পড়েছে। আপাতত বাধ রক্ষায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছে।
ইতিপূর্বে পাউবোর এ বেড়ীবাঁধটি ভেঙ্গে কয়েকবার এলাকা প্লাবিত হয়েছিল। ফলে শতশত বিঘা মৎস্য ঘের, চাষাবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। পরবর্তীতে অল্প কিছু অংশ বনায়ন কর্মসূচির আওতায় এনে বাঁধ ভাঙ্গন রোধে বৃক্ষরোপণ করা হয়়। ফলশ্রুতিতে চর ভাঙ্গন রোধ কমলেও ঝড়ো হাওয়া ও জোয়ারের সময় নদীর প্রচন্ড তুফানের আঘাতে বাঁধটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বাঁধের উপর দিয়ে চলাচল খুবই কঠিন হয়ে পড়ায় মৎস্যজীবীসহ পথ ব্যবহারকারীরা বিপাকে রয়েছেন। একাকা চলাচল করা সম্ভব হলেও বিপরীত দিক থেকে আসা যানবাহন ক্রসিংয়ের সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়।
বাঁধটির বর্তমান অবস্থা এতটাই নাজুক যে, যেকোনো মুহূর্তে ভেঙ্গে এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনায় এলাকাবাসী চিন্তিত হয়ে পড়েছে। রবিবার থেকে স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী সরদার ও ইউনিয়ন আওয়াামী যুবলীগ সভাপতি আব্দুল বারিক গাজীর নেতৃত্বে শতাধিক এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার্থে কাজ করে যাচ্ছেন। পানি উন্নয়ন বোর্ডসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপে বাঁধ রক্ষার কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।