শ্যামনগরে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত এসিল্যান্ড এর মতবিনিময়
শ্যামনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সহিত মতবিনিময় করেন সম্প্রতি শ্যামনগরের যোগদানকারী উপজেলা কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান। মত বিনিময়ে তিনি বলেন আমি শ্যামনগরে যোগদান করেছি মানুষের সেবা করার জন্য, কোন মানুষকে হয়রানী করার জন্য নয়। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে আমার অভিযান।
প্রতি সপ্তাহে একদিন আমি ভেজাল ও পঁচা বাসি খাবার এর বিরুদ্ধে অভিযান চালাবো, এছাড়া জলাবদ্ধতা দূরীকরণ সহ অবৈধভাবে দখলকৃত খাস-খাল যারা পাটা দিয়ে পানি সরবরাহের প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমি উহা মুক্ত করব। এছাড়া বাল্যবিবাহ ও মাদকের বিষয়ে কোন ছাড় দেওয়া হবে না। ন্যায়নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করার অভিমত ব্যক্ত করেন তিনি। আপনারা তথ্য দিয়ে এবং লেখনীর মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন।
তার ব্যক্তিগত জীবনের কথা বলেন, ময়মনসিংহ সদরে তার বাড়ী, পিতা একজন আইনজীবী, মাতা শিক্ষিকা, তিনি ৩৪ তম বি সি এস, ২০১৬ সালে ১ জুলাই হবিগঞ্জে তিনি প্রথম চাকুরীতে যোগদান করেন। চার ভাই বোনের মধ্যে তিনি ৪র্থ এবং বিবাহিতা। এছাড়া তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আজ সকাল ১১টায় শ্যামনগর প্রেসক্লাবের দ্বিতীয় তলায় মত বিনিময়ে শ্যামনগর প্রেসক্লাবের সকল সাংবাদিক গন উপস্থিত ছিলেন। সর্বশেষে প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত সহকারী কমিশনার (ভূমি) কে একটি বই ও কলম উপহার দেন প্রেসক্লাবের সভাপতি সহ অন্যান্য সাংবাদিকগন।