পাটকেলঘাটায় অল্প বৃষ্টিতে হাটু-কাদাপানি:জনদূর্ভোগ চরমে
সাতক্ষীরা জেলার প্রধান বাণিজ্যে কেন্দ্র পাটকেলঘাটার গুরুত্বপূর্ণ পল্লী বিদ্যুৎ সড়কটি সংস্কার আজ এলাকাবাসীর প্রাণের দাবীতে পরিণত হয়েছে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশে এ ধরনের গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন হবে। পাটকেলঘাটার সার্বিক চিত্র দেখে কেউ বলবে না যে এখানে জনপ্রতিনিধি বলে কেউ আছে। আর বাজারের সার্বিক উন্নয়নতো দূরের কথা সবকিছুই লেজেগোবরে অবস্থা।
মাননীয় সাংসদ সদস্য মহোদয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটির দিকে নজর দেবেন কি? সাংবাদিকরা শুধু জরাজীর্ণ পাটকেলঘাটার সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সড়ক নিয়ে লেখালেখি করলেও সুফল এখনো আসেনি। সরকার দলীয় নেতাদের রাস্তাটি প্রয়োজন উপলব্ধি করে শুধু বড় বড় কথার বুলি শুনে যাচ্ছে ভুক্তভোগী এলাকাবাসী। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের এমপি এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ কে জানানো হলেও এখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে বর্ষায় প্রায় হাটু-কাদা পানিতে চলতে হচ্ছে হাজার হাজার সাধারণ জনগণকে। এমপি সাহেব কুমিরা ইউনিয়ন নিউ মার্কেটে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিলেন খুব দ্রুততার সাথে পাটকেলঘাটার পল্লী বিদ্যুৎ সড়কের কাজ শুরু হবে। জনগণ কে শুধু শুনতে হচ্ছে হবে হবে হবে তবে সেটা কবে হবে এটা এলাকাবাসী জানে না। তালা উপজেলা বাসী জানে রাজনৈতিক প্রতিবন্ধকতায় পল্লী বিদ্যুৎ রোডের কাজটি শুরু হচ্ছে না। সাধারণ এলাকাবাসীর প্রশ্ন রাজনৈতিক কারণে সাধারণ জনগণ কেন কষ্ট পাবে? পল্লী বিদ্যুৎ সড়কের পাশে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান গুলো বন্ধ হতে বসেছে। সড়কটি ভেঙ্গে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
অল্প বৃষ্টিতে বড় বড় গর্তের মধ্যে পানি জমে থাকায় দুর্গন্ধের সৃষ্টি হয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কাজকর্ম করতে দোকানীদের কষ্ট হচ্ছে। রাস্তাটির দু’ধারে গড়ে উঠেছে আবাসিক এলাকা, হাজার হাজার মানুষের মধ্যে শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, এনজিও কর্মী, কৃষক, বিভিন্ন ধরনের শ্রমিকরা নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে। তাছাড়া রাস্তার পাশের ব্যবসা প্রতিষ্ঠান গুলো ক্রেতা শূন্যতায় ব্যবসায়ীক লোকসান গুনতে হচ্ছে।
বাংলাদেশের সব জায়গার রাস্তা ঘাটে উন্নয়নের ছোঁয়া লাগলেও দীর্ঘ দেড় যুগ পার হয়ে গেলেও কোন ছোঁয়া লাগেনি এতিহ্যবাহী সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ এর সড়কটির। শুধু মাত্র জনপ্রতিনিধিদের উদাসীনতা ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ১৭ বছরে এখনো সংস্কার পর্যন্ত হয়নি। এ রাস্তার পাশে আবাসিক এলাকার মানুষগুলো বসবাস করতে নাভিশ্বাস উঠার উপক্রম হয়েছে। ইটের সলিং এর রাস্তাটি খানাখন্দে পরিণত হয়েছে। অল্প বৃষ্টিতে হাটু পানির নিচে চলে যায় সড়কটি।
রাস্তাটির দু’ধারে অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের অট্রলিকা। তবে অট্রলিকা গুলোতে বসবাসকারী মানুষের ব্যবহৃত পানিগুলো কোথায় ফেলবে নেই তার ব্যবস্থা। বাধ্য হয়ে রাতের আধারে চুরি করেই বাথরুমের দূগন্ধ যুক্ত ময়লা পানিতে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎরাস্তা সয়লাব জনদূর্ভোগ চরমে পরিবেশ হুমকির মুখে। পাটকেলঘাটা এলাকাবাসীর প্রাণের দাবী যাতে অতিদ্রুত রাস্তাটি সংস্কার পূর্বক পিচের ব্যবস্থা করা হয় মাননীয় সাংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার ব্যবস্থা করবেন।