বাল্য বিবাহ, যৌন হয়রানী ও ধর্ষণরোধে সচেতনতামূলক সভা ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ
বাল্য বিবাহ, যৌন হয়রানী ও ধর্ষণরোধে সচেতনতামূলক সভা ও কিশোরীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় হলরুমে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে নরপিশাচরূপী ঘাতকচক্র।
এরপর থেকে ১৫ আগস্ট বেদনাবিধুর শোকের দিন হিসেবে পরিচিত। তাই আগস্ট মাসকে শোকের মাস হিসেবে পালন করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসনের মাসব্যাপি কর্মসূচির মধ্যে এটি একটি। জেলা প্রশাসক বলেন, সাতক্ষীরা একটি সম্ভাবনাময় জেলা। এজেলার পর্যটন, আম, চিংড়ি সহজে আমদানি-রফতানির সুযোগ রয়েছে। জাতীয় দলের ক্রিকেটার সৌম্য-মোস্তাফিজসহ অনেক গুণীজনের জন্ম এ জেলায়। আমাদের এই সুযোগকে কাজে লাগাতে হবে। বাল্য বিবাহ, যৌন হয়রানী ও ধর্ষণরোধে মতো অভিশাপ থেকে আমাদের সমাজকে মুক্ত করতে হবে।
এজন্য তোমাদের আত্মবিশ্বাস ও আত্মরক্ষার্থে কারাতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীদের মেধাকে আরো বিকশিত করতে পাঠ্য বাইয়ের পাশাপাশি অন্যান্য বই এবং সাংবাদপত্র পড়তে হবে। আগামী দিনে তোমরাই দেশের নেতৃত্ব দেবে, তোমাদেরকে সেভাবে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।’ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক হুসাইন শওকত, জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যাটনি জেনারেল এড. সাইফুজ্জামান, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক তাছরিনা খাতুন, লুৎফুন্নাহার, সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ২০০ শিক্ষার্থীর মাঝে স্যানেটারী ন্যাপকিন বিতরণ করা হয়। আগামী ১ বছর এ কার্যক্রম চালু থাকবে।