সাতক্ষীরায় ‘বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা’১৯ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
“শিক্ষায় বন প্রতিবেশ আধুনিক বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় “বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা” ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার যৌথ আয়োজনে বুধবার সকাল ১০টায় সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাকপার্কে গিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো.বদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম.মোস্তফা কামাল।
https://www.facebook.com/1097067257079185/videos/2314411355321180/UzpfSTEwMDAwNTY1Njg2MzM0MToxMTc5OTMxMzc4ODcyMDgw/
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো:মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,সামাজিক বন বিভাগ যশোরের বিভাগীয় বন কর্মকর্তা অরবিন্দু বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক কৃষি বিদ মো: নুরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা বন বিভাগ সাতক্ষীরার মারুফ বিল্লাহ,জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপি প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন মেলার স্টল পরিদর্শন করেন। ২১ আগস্ট বুধবার হতে শুরু হওয়া এ বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা আগামী মঙ্গলবার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে মেলা শেষ হবে।
জেলার বিভিন্ন স্থান থেকে নার্সারি প্রতিষ্ঠান মেলায় অংশ গ্রহণ করেছে। বৃক্ষ মেলায় প্রায় ৩২ স্টল স্থান পেয়েছে। মেলায় ১৪ জন উপকারভোগীকে ৫৮ হাজার ২ শত ৩১ টাকা প্রদান করা হয়।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোশফিকুর রহমান মিল্টন।