কাপড় থেকে ঘামের দাগ দূর করুন সহজেই
গরমে ঘাম হওয়া স্বাভাবিক একটি বিষয়। তবে ঘামের দাগ কিন্তু রয়েই যায় কাপড়ে। অনেকেই অতিরিক্ত ঘামের সমস্যায় ভুগে থাকেন। এই সমস্যা থেকে কাপড়ে ঘামের দাগ হয়ে জন্ম দেয় এক নতুন ঝামেলাকে। কীভাবে এই সমস্যা থেকে রেহাই পাবেন?
১। কাপড়ের যে স্থানে দাগ লেগেছে, সেখানে সমপরিমাণ লেবুর রস আর পানির মিশ্রণ লাগিয়ে নিন। এরপর সাধারণ নিয়মেই এই কাপড় ধুয়ে ফেলুন। দেখবেন কাপড় শুকানোর পর দাগ একেবারে গায়েব হয়ে গিয়েছে।
২। এক মগ গরম পানিতে কয়েক টেবিল চামচ লবণ মিশিয়ে নিন। এই মিশ্রণ ঘামের দাগ-যুক্ত স্থানে ঢেলে দিন, যাতে সেই জায়গাটি ভিজে যায়। এরপর সাধারণ নিয়মে ধুয়ে ফেলুন কাপড়টি। দাগ চলে যাবে।
৩। ঘামের দাগ-যুক্ত স্থানে সরাসরি সাদা ভিনেগার লাগিয়ে সাধারণ নিয়মেই কাপড় ধুয়ে ফেলুন। দেখবেন ঘামের দাগ চটপট উঠে গায়েব হয়ে গিয়েছে।
৪। আধা কাপ কুসুম গরম পানিতে ২টি ডিসপিরিন (গুঁড়া করে নেয়া) মিশিয়ে নিন। এই মিশ্রণ ঘামের দাগ লেগে থাকা স্থানে ঢেলে দিন। ২ থেকে ৩ ঘণ্টা পর কাপড়টি সাধারণ নিয়মেই ধুয়ে ফেলুন। ঘামের দাগ উঠতে বাধ্য!
৫। বেকিং বা খাবার সোডার সঙ্গে অল্প পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এই মিশ্রণের একটি প্রলেপ কাপড়ের যেই অংশে ঘামের দাগ লেগেছে, সেখানে দিয়ে দিন। এরপর কয়েক ঘণ্টা সোডার মিশ্রণ শুকিয়ে যাওয়ার অপেক্ষা করুন। তারপরে সাধারণ নিয়মেই কাপড় ধুয়ে ফেলুন। ঘামের দাগ উঠতে বাধ্য।