বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ডেঙ্গু বিরোধী ক্যাম্পেইন
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সদর উপজেলা শাখার বাস্তবায়নে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি, ডোর টু ডোর ক্যাম্পেইন, মটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে সদর উপজেলার ১৪টি ইউনিয়নে এক যোগে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ সাইফুল্লাহ আলম, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি জেলা শাখার সভাপতি গ্রাম ডাঃ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ আশরাফ হোসেন বাবু, সদর উপজেলার সভাপতি গ্রাম ডাঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ এম এ হাসান, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ অনির্বাণ সরকার, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য গ্রাম ডাঃ অপূর্ব মজুমদার, গ্রাম ডাঃ শফিকুল ইসলাম, গ্রাম ডাঃ আব্দুল্লাহ আল মামুনসহ সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন, পৌরসভা ও বিভিন্ন উপজেলার গ্রাম ডাক্তার সমিতির নেতৃবৃন্দ। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন চত্বর থেকে ডেঙ্গু বিরোধী মটরসাইকেল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পুরাতন সাতক্ষীরায় গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য: পৃথকভাবে ১৪টি ইউনিয়নের নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় ডোর টু ডোর ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেন।