সাতক্ষীরা শহরের জলাবদ্ধতা নিরসনের দাবীতে স্মারক লিপি প্রদান
সাতক্ষীরা শহরের জলাবদ্ধতা নিরসনের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। জেলা নাগরিক কমিটির আয়োজনে মঙ্গলবার বেলা ১২ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই স্মারক লিপি প্রদান করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, নাগরিক কমিটির নেতা এড. সৈয়দ ইফতেখার আলী, অ্যাড, শেখ আজাদ হোসেন বেলাল, অধ্যক্ষ আব্দুল হামিদ, এম. কামরুজ্জামান, অ্যাড. শাহানাজ পারভীন মিলি, জোছনা দত্ত প্রমুখ।
স্মারক লিপিতে জলাবদ্ধতা নিরসনে জেলা নাগরিক কমিটি জেলা প্রশাসকের কাছে ৯ দফা দাবী তুলে ধরেন। সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল এ সময় শহরের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন এবং আগামী ২২ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪টায় তিনি জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দের সাথে এ বিষয়ে এক মতবিনিময় সভা করবেন বলে জানান।