অধ্যক্ষ তমিজ উদ্দিনের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল
কালিগঞ্জ কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ তমিজ উদ্দীন আহম্মদের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে সোমবার (১৯ আগস্ট-২০১৯) বেলা ১১ টায় কবর যিয়ারত, (কালিগঞ্জ কলেজের পিছনে কবরস্থানে) বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাবের হলরুমে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় স্মৃতিচারণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, বিশিষ্ঠ শিক্ষানুরাগী আলহাজ্ব মনজুর লুতফর রহমান, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ মমতাজ হোসেন মন্টু, সহ সভাপতি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল লতিফ মোড়ল, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান মহসিন, কালিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্যাহ ইব্রাহিম, হাজী তফিল উদ্দীন মহিলা মাদ্রাসার সুপার মাওঃ রমিজ উদ্দীন, কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শেখ আবু আব্দুল্যাহ, প্রমুখ। স্মরন সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মৌতলা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মহসিন আলী। বক্তারা বলেন অধ্যক্ষ তমিজ উদ্দিন আহমাদ ছিলেন একজন প্রথিতষশা সাংবাদিক। সাংবাদিকতার পাশাপশি শিক্ষকতার পেষা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধমীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন।