তালায় ১৪টি জলাশয়ে ৪৫৫ কেজি পোনা মাছ অবমুক্ত করণ
তালায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের অর্থায়নে উপজেলার ১৪টি জলাশয়ে ৪৫৫ কেজি পোনা মাছ অবমুক্ত করণ করা হয়েছে।
রোববার তালা উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে প্রথমে উপজেলা মৎস্য খামারেপোনা মাছ অবমুক্ত করা হয় ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,সাতক্ষীরা জেলার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, মৎস্য অবমুক্ত কমিটির আহবায়ক ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল কুমার ঘোষ,সদস্য ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সঞ্জয় কুমার বিশ্বাস,উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাস,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল,অফিস সহকারী আকছেদ আলী,ক্ষেত্র সহকারী রফিজউদ্দীন সরদার ও অফিস সহায়ক রবিউল ইসলাম প্রমুখ ।এছাড়া উপজেলা ১৪টি জলাশয়ে রুই,কাতলা ও মৃগেল জাতীয় ৪৫৫ কেজি পোনা মাছ অবমুক্ত করণ করা হয়েছে।