সাতক্ষীরায় উদ্যোক্তা সৃষ্টি ও বিনিয়োগ সহায়তা কেন্দ্রের উদ্বোধন
‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’ স্লোগানে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ উদ্যোক্তা সৃষ্টি ও বিনিয়োগ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষক মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বেসিক ব্যাংক’র ম্যানেজার মো. কামরুজ্জামান, নারী উদ্যোক্তা জ্যোস্না দত্ত প্রমুখ। বক্তারা বলেন, ‘অফুরন্ত বিনিয়োগ উন্নয়ন ও সম্ভাবনার দেশ বাংলাদেশ। এ সম্ভাবনাকে বাস্তবে রুপ দিতে প্রয়োজন যথাযথ প্রয়াস। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশের অর্থনীতির যে অপার সম্ভাবনা রয়েছে তা এ যাবত অর্জিত সাফল্যের বহুগুণ। এ প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করে যুব প্রজন্মকে অর্থনৈতিক ধারায় সম্পৃক্ত করা সম্ভব।
প্রকল্পটি প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে অন্যতম।’ অনুষ্ঠানটি পরিচালনা করেন অফিস সহকারী শাহিন আলম। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় www.esdp.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণে অংশ নেয়া যাবে। আগামী ১৫ মাসব্যাপি এ প্রশিক্ষণ চলবে। প্রতি ব্যাচে ২৫ জন করে প্রশিক্ষণার্থী থাকবে।