আশাশুনিতে পুলিশী অভিযানে ৪ আসামী গ্রেফতার
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধারসহ পৃথক অভিযানে ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের রোববার (১৮ আগষ্ট) আদালতে পাঠানো হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এএসআই জয়নাল মোল্লা সঙ্গীয় এসআই ভণীভূষন সরকারের সহায়তায় ৩০ (ত্রিশ) পিচ ইয়াবাসহ আরিফুল ইসলামকে গ্রেফতার কারেন।
এ ব্যাপারে থানায় ২০(০৮)/১৯ নং মামলা রুজু করা হয়েছে। এসআই সঞ্জীব সমদ্দার পৃথক অভিযানে নিয়মিত মামলা ১৯(৮)/১৯ এর আসামী গোদাড়া গ্রামের সবুর গাজীর ছেলে আজিজ গাজীকে, এএসআই শাহ জামাল জিআর-১০৪/০৯ আসামী রাজাপুর গ্রামের মৃত বাবর আলি মোড়লের ছেলে রেজাউল মোড়লকে এবং সিআর-৪৬/১৭ আসামী একসরা গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে আঃ সাত্তার ওরফে তায়েব আলী সানাকে গ্রেফতার করেন।
Please follow and like us: