৩ দিনেও খোঁজ মেলেনি শিশু শাহজালালের
আশাশুনি উপজেলার কুল্যা গ্রামের মাদরাসা পড়ুয়া ছাত্র শাহাজালাল বাড়ি থেকে উধাও হওয়ার পর ৩ দিনেও তার কোন খোজ মেলেনি। তার মা-বাপ ছেলের খোঁজ না পেয়ে চোখের পানিতে বুক ভাসিয়ে ফেলছেন।
কুল্যা গ্রামের মুশাররফ হোসেন ঢালীর ছেলে শাহজালাল (১৩) শার্শার রামপুর ইউনিয়নে একটি হাফেজিয়া মাদরাসায় পড়ালেখা করে। শুক্রবার (১৬ আগষ্ট) সকালে ওই মাদরাসার শিক্ষক জাহানাবাজ গ্রামের হাফেজ গোলামুর রহমানের সাথে তার মাদরাসায় যাওয়ার কথা ছিল। তাকে যাওয়ার জন্য সবকিছু গুছিয়ে তার চাচা হাফিজুল শিক্ষকের কাছে পৌছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় সবার অজান্তে সে বাড়ি থেকে উধাও হয়ে যায়। অনেক খোজাখুজি করেও তার কোন হদিছ মেলেনি। শাহজালালের গায়ের রং শ্যামলা ও স্বাস্থ্য-গড়ন মিডিয়াম আকৃতির। সামান্য তুতলিয়ে কথা বলে। হারানোর সময় তার গায়ে নীল রঙের হাফ গেঞ্জি ও ছাপা লুঙ্গি পরা ছিল। কোন সহৃদয় ব্যক্তি তার খোজ পেলে তার চাচার ০১৮২৫৪৭৮২৭০ ও ০১৮৫৬১৫৫৯৮২ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানান হয়েছে।