সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় এক যুবক নিহত:আহত ১
সাতক্ষীরা শহরের বাইপাস সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় সাগর হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন রহমত আলী নামের আরো এক যুবক।
রোববার বিকাল ৫ টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের দেবনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাগর পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের হাফি সরদারের ছেলে। আহত রহমত আলী একই গ্রামের আনারুদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের বাইপাস সড়কে সগর ও তার বন্ধু রহমত দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। পথিমধ্যে তারা দেবনগর এলাকায় পৌছালে রাস্তার পাশে পিলারের সঙ্গে তাদের মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। তার অপর বন্ধু রহমত মারাত্মক আহত অবস্থায় বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।