বাঁশদহা ভবানীপুরে পেয়ারা পাড়তে জীবন গেল তাসলিমার
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইসমাইল হোসেনের কন্যা তাসলিমা খাতুন (১৩) এর করুন মৃত্যু হয়েছে। এলাকাবাসী সুত্রে জানা যাই ইসমাইলের দুই যমজ কন্যা সন্তান নাম আকলিমা এবং তাসলিমা ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
আজ ১৮ জুলাই দুপুর ২টার সময় ইসমাইলের স্ত্রী গোসল করতে গেলে তাসলিমার ক্ষুধা লাগলে বাড়ির আঙ্গিনায় পেয়েরা পাড়তে উঠে। তার হাতে ছিল একটা লাঠির মাথায় বাধা কাচিঁ। কাচিঁতে পেয়েরা বাধিয়ে টার দিলে পেয়ারায় না বেধেঁ হাত ফসকে সুজা কাচিঁ তাসলিমার গলায় লাগলে গলা কেটে ঘটনা স্থলে তাসলিমার মৃত হয়। তাসলিমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এর কাছে জনতে চাইলে তিনি বলেন,ঘটনাটি আমি জানতে পেরেছি। সত্যি দুঃখ জনক ঘটনা। ঘটনা স্থলে আমাদের পুলিশের ফোর্স বিষয়টি তদন্তের জন্য গেছে।