আশাশুনির খাজরায় চেউটিয়া নদী থেকে অবৈধ নেট,পাটা,বাঁধ অপসারণ
রবিবার (১৮ই আগস্ট) আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের চেউটিয়া নদীর ফটিকখালী হইতে কালকীর স্লুইস গেট পর্যন্ত অবৈধভাবে দেওয়া নেট,পাটা ও বাঁধ অপসারণ অভিযান পরিচালনা করেন খাজরা ইউপি চেয়ারম্যান এস,এম শাহনেওয়াজ ডালিম। আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা যায়।
ফটিকখালী,গজুয়াকাটিসহ আশপাশের প্রায় দশ হাজার মানুষ পানি বন্দি অবস্থায় থাকায় ও বর্তমানে আমন ধানের বীজতলা নষ্ট হওয়ার ফলে এই অবৈধ নেট,পাটা অপসারণ করা হয়েছে।
অপসারণ করার সময় আরোও উপস্থিত ছিলেন ইউপি সদস্য রামপদ সানা,শামিম রেজা,ইয়াসিন সরদার,পুলিন বিহারী,নিতাই সানা,সোলাইমান গাজী,গ্রাম পুলিশ ফয়সাল গাজী,জাহিদুল গাজী,সুকুমার সানাসহ গ্রাবাসী।
অপসারন করার সময় স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন বাইনতলা গ্রামের মৃত বাবর আলী মোল্লার দুই পুত্র মাতবর ও শাহজদ্দী মোল্ল্যা,মৃত হাকিম মোল্ল্যার পুত্র হোসেন আলী বাধা দেওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসীর চাপের মুখে তারা পিছু হটে। এ বিষয়ে মাতবর মোল্ল্যার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করলে কেউ ফোন রিসিভ করে নি।
খাজরা ইউপি চেয়ারম্যান বলেন জনগনের সুবিধার জন্য এ অভিযান অব্যহত থাকবে।
যতই বাধা আসুক প্রতিহত করা হবে।
অত্র অ লের সাধারন জনগন এ অপসারন অভিযানের জন্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ও ইউপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন।