খাজরা ইউনিয়ন পরিষদ ও স্কুল প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (১৫ই আগস্ট) খাজরা ইউনিয়ন পরিষদ,মুক্তিযোদ্ধা কমান্ড আ লিক কার্যালয় ও খাজরা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শোক র্যালী,আলোচনা সভা,সংগীত,চিত্রাঙ্কন,আবৃত্তি প্রতিযোগিতা,খতমে কোরআন তেলাওয়াত,দোয়া অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে দেশ গড়ার প্রত্যয় জানানো হয়।
আট নং খাজরা ইউনিয়ন পরিষদ চত্তরে ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামলীগসহ সকল সহযোগী সংগঠন এর উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন করা হয়। এসয় উপস্থিত ছিলেন আট নং খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম শাহনেওয়াজ ডালিমসহ সকল আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
ইউপি চেয়ারম্যান বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুদা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া। আমরা যদি যার যার অবস্থান থেকে অবদান রেখে তাঁর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে পারি,তবেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে।
ইউনিয়নে ২২টি প্রাথমিক বিদ্যালয়,২টি দাখিল মাদ্রাসা,৪টি মাধ্যমিক বিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচী পালন করেছেন।