নবজীবনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস উদযাপন
নবজীবনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নবজীবন ইন্সটিটিউট ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এ উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মধ্যে হামদ-নাত,আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথি বলেন,- আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার মহান স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। তাই তিনি শহিদ হলেও তার আদর্শ এবং লক্ষ্যকে ধারণ করে দেশ ও জাতির উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আমাদের মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমাদের বেশি বেশি করে জাতির জনকের জীবনী পড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি। পরিশেষে মহান নেতা ও তাঁর পরিবারের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে নবজীবন ইন্সটিটিউট ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র-ছাত্রীরা গতকাল সকালে জেলা প্রশাসন আয়োজিত শোক র্যালিতে অংশ নেয় ।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নবজীবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।পরে আলোচনা সভায় নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, নবজীবনের কার্যনির্বাহী কমিটির সভাপতি শামছুল আলম খান, কার্য্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও জেলা মহিলা আ‘লীগের সাধারণ সম্পাদক জ্যোস্না আরা, পৌর আ‘লীগ সভাপতি আবু সাইদ,শহর সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান,কৃষকলীগ নেতা শেখ তৌহিদুর রহমান ডাবলু, সৈনিক লীগনেতা মাহমুদ আলী সুমন,উপাধ্যক্ষ মীর ফকরউদ্দীন আলী আহমেদ,সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দুস্থদের মধ্যে বিশেষ ভোজ হিসাবে খিচুড়ি বিতরণ করা হয়।