কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কার্য-নির্বাহী কমিটির সভা। আজ বুধবার বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য বিষয়ক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ আবু হাবিব, গোলাম ফারুক ও শেখ মোদাচ্ছের হোসেন জান্টু।
সভায় কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাঃ তমিজউদ্দীন আহম্মাদ এর মৃত্যু বার্ষিকী পালন, জাতীয় শোক দিবস পালন, প্রেসক্লাবের দ্বীতল ভবন নির্মাণ, নবাগত নির্বাহী সদস্যদের শফত, বিগত সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন সহ বিবিধ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।