সাতক্ষীরায় রোভার স্কাউটদের মিলনমেলার প্রাণের উচ্ছ্বাস

‘প্রাণের টানে-জীবনের জয়গানে’ স্লোগানে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে রোভার স্কাউট মিলনমেলা। ১৩ আগস্ট (ইদের পরদিন) সাতক্ষীরা সরকারি কলেজ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত মিলনমেলায় জেলার সকল কলেজের প্রাক্তন ও বর্তমান রোভার স্কাউটরা অংশ গ্রহণ করেন।

নতুন-পুরাতন রোভার স্কাউটদের মিলনমেলা বৃষ্টি উপেক্ষা করে আবেগঘণ পরিবেশ সৃষ্টি হয়। সকাল ১০টায় ক্রু-মিটিং ও প্রার্থনা সংগীতের মাধ্যমে মিলনমেলার সূচনা করেন মিলনমেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সরকারি কলেজের প্রাক্তন সিনিয়র রোভার মেট মুহা. আলতাফ হোসেন। মিলনমেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সরকারি কলেজের প্রাক্তন সিনিয়র রোভার মেট অতনু বোসের সঞ্চলনায় অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় স্মৃতি চারণ করেন প্রাক্তন খুলনা বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি নাজমুল হক, প্রাক্তন সাতক্ষীরা সরকারি কলেজের সিনিয়র রোভার মেট মুরাদুজ্জামান, মঈনুর রহমান মঈদ, কামরুজ্জামান খান রিন্টু, হাছিবুর রহমান রনি, মোস্তাফিজুর রহমান, রেবেকা সুলতানা, আব্দুর রাজ্জাক রাজু, শাহাজান আলী, হাছিবুর রহমান, মাতঙ্গনী মন্ডল, আলফাজ হোসাইন, সাইদুর রহমান, রাশেদুজ্জামান রানা, হাবিবুর রহমান হাবিব, সাইফুজ্জামান আবু সাঈদ, দীপংকর চক্রবর্তী, প্রীতম দাশ, সাঈদুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, পূর্ণিমা রানী, খাদিজা সুলতানা, দেবাশিষ বিশ্বাস রাকেশ, নজিবুল্লাহ, মৌসুমি মৌমিতা বর্ণা, অহিদুল ইসলাম, ফিরোজ হোসেন, ফাহাদ হোসেন, আনোয়ারুল ইসলাম, মুনসুর রহমান, আনারুল ইসলাম মহব্বত, আরিফুল ইসলাম, মীর শাহরিয়ার, মেহেদী হাসান, সিটি কলেজের শামীমুল ইসলাম সোহাগ, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি ইয়াকুব আলী, সুমাইয়া সুমি, সিনিয়র রোভার মেট আল মামুন, তামান্না তানজিন, দিবা-নৈশ কলেজের কর্ণ বিশ্বাস কেডি, সিটি কলেজের হাবিবুল্লাহ, কলারোয়া সরকারি কলেজের আমজাদ হোসেন ঈমন, সাবিউর রহমান সিজান, নুরুল হুদা, নাঈমুর রহমান মাসুম, ফারহানা খাতুন প্রমুখ।

মিলনমেলায় প্রাক্তন রোভার স্কাউটরা তাদের বিভিন্ন মজার মজার স্মৃতি তুলে ধরেন। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিরা মহিলা ডিগ্রি কলেজের রোভার নেতা মাহবুবা খাতুন। সমাপনী অনুষ্টানে অংশগ্রহনকারী কলেজের সিনিয়র রোভার মেটগণ প্রাক্তন সিনিয়র রোভার মেটদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অন্যদিকে, প্রাক্তনরা বর্তমানদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এসময় আগামী বছর আরো বড় করে মিলনমেলা করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)