সাতক্ষীরা জেলায় ভর্তি হয়েছে আরো তিন জন ডেঙ্গু রোগী
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সাতক্ষীরা জেলায় আরো ৩ জন ডেঙ্গু রোগী চিহ্নিত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈদের ছুটিতে ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমে এসেছে। এরআগে প্রতিদিন গড়ে ৭ থেকে ১০ জন করে রুগী ভর্তি হচ্ছিল জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে। একই সাথে দৈনিক ডেঙ্গু পরীক্ষা করছেন জেলাব্যাপি অন্তত ২শ’ মানুষ।
সাতক্ষীরায় মেডিকেল কলেজ হাসপাতাল এর তত্ত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জেলায় এ পর্যন্ত ডেঙ্গু রোগের আশংখায় পরীক্ষা নিরীক্ষা করে চিহ্নিত হয়েছে ১৫৮ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩২ জন। এরমধ্যে সদর হাসপাতালে ১৪২জন ও মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন রয়েছে। বাকিরা রয়েছেন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারী ক্লিনিকে।
তিনি আরও জানান, সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু কর্নার খোলা রয়েছে, পরীক্ষা নিরীক্ষার জন্য পর্যাপ্ত কিডস আছে। ঈদে সবার ছুটি বাতিল করা হয়।