দেবহাটায় ঈদের দ্বিতীয় দিনে ও বৃষ্টি উপেক্ষা করে ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়
সাতক্ষীরায় বৈরী আবহাওয়া আর বৃষ্টি উপেক্ষা করে ঈদ-উল-আযহা’র দ্বিতীয় দিনেও জনপ্রশাসন পদক প্রাপ্ত রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটিতে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা।
মঙ্গলবার সকাল থেকে পর্যটন কেন্দ্রটিতে ভিড় জমাতে দেখা যায় জেলা ও জেলার বাইরে থেকে বেড়াতে আসা দর্শনার্থীদের। ঈদের আনন্দে দিনভর দর্শনার্থীদের পদচারণয় মুখরিত ছিল পর্যটন কেন্দ্রটি। কেউ বা স্ব-পরিবারে আবার কেউ বন্ধুদের সাথে উপভোগ করেছেন ইছামতী তীরের নয়নাভিরাম রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের সৌন্দর্য। পাশাপাশি উৎসবের আমেজে শিশু থেকে শুরু করে সব বয়সের দর্শনার্থীরা সেলফিতে মেতে উঠেছিলেন নির্ধারিত সেলফি পয়েন্ট গুলোতে। তবে বৈরী আবহাওয়া এবার অনেকটাই ব্যাঘাত ঘটিয়েছে দর্শনার্থীদের ঈদ আনন্দে।
ঈদের দিন (সোমবার) বিকালে এবং মঙ্গলবার বেলা ১১টার পর থেকে দিনভর থেমে থেমে চলা বৃষ্টিতে বেশ বিড়ম্বনায় পড়েন দর্শনার্থীরা। তবে বৃষ্টির বাঁধা কাটিয়ে ঈদ আনন্দ উপভোগে কোন কমতি ছিলোনা পর্যটন কেন্দ্রটিতে আসা দর্শনার্থীদের মাঝে। প্রতি বছরের মতো এবারও ঈদের আগেই দর্শনার্থীদের বিনোদনের জন্য প্রস্তুত করা হয়েছিলো ইছামতী নদীর অববাহিকায় সুন্দরবনের আদলে সৃষ্ট সাতক্ষীরায় ঐতিহ্যবাহী রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটিকে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি স্থানটিকে আরো আকর্ষণীয় হিসেবে দর্শনার্থীদের কাছে উপস্থাপনের তীব্র প্রচেষ্টাও ছিলো উপজেলা প্রশাসনের। ইতোমধ্যেই দেবহাটা সদরের সুশীলগাতী থেকে ইছামতী পাড়ের রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণের কাজ প্রায় শেষ করেছে প্রশাসন।
তবে ঈদের আগেই ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পর্যন্ত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তা নির্মাণ কাজ প্রায় শেষ মুহূর্তে পৌঁছানোর ফলেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে এবারের ঈদে বিনোদন প্রেমী দর্শনার্থীদের সমাগম হয়েছে বলে ধারনা কর্তৃপক্ষের। রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটির ব্যবস্থাপক দীপঙ্কর ঘোষ জানান, বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ঈদে পর্যটন কেন্দ্রটিতে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা। তবে বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটলেও পর্যটন কেন্দ্রটিতে আসা দর্শনার্থীদের ঈদ আনন্দ উপভোগে কোন কমতি ছিলোনা বলেও জানান তিনি।