সাতক্ষীরা তালায় ঘুমন্ত অবস্থায় এসিড দগ্ধ
তালায় ঘুমন্ত অবস্থায় আলমগীর গাজী (৩২) নামের এক ব্যক্তি এসিড দগ্ধ হয়েছেন। তিনি তালা উপজেলার চরকানাইদিয়া গ্রামের আব্দুস সাত্তার গাজীর পুত্র। শনিবার (১০ আগস্ট) রাতে দুর্বৃত্তরা তাকে ঘুমন্ত অবস্থায় তার মুখে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। বর্তমান আলমগীর খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে তালা থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর শুনেই আমি ও এসআই সেলিমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছেন।
Please follow and like us: