আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের উদ্যোগে ঈদের সামগ্রী বিতরণ
এসো ভালো কিছু করি মানবতার সেবাই একসাথে এই শ্লোগানকে সামনে রেখে আছিয়া বেগম স্মৃতি পাঠাগার ১০ আগস্ট বিকাল সাড়ে তিনটায় এতিম,গরীব অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ঈদের সামগ্রী সেমাই চিনি বিতরণ করেছে। আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমাই ও চিনি বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রকৌশলী মোঃ মফিজুর রহমান ঢালী, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রেজাউল ইসলাম রেজা,আলিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ রফিকুল ইসলাম,৪নং ওয়ার্ডের সদস্য মোঃ শাহাদাত হোসেন,আলিপুর মিস্ত্রি পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রহমান প্রমূখ। অতিথি বৃন্দ তাদের বক্তব্যে বলেন আছিয়া বেগম স্মৃতি পাঠাগার একটি মহৎ কাজ করছে ।সমাজের পিছিয়ে পড়া গরীব,অসহায় হতদরিদ্র ও এতিম দের সেবায় এগিয়ে এসেছে। সমাজের সকল বিত্তবানদেরও এ কাজে সহযোগিতা জন্য এগিয়ে আশা উচিত।
সমাজের সকল মানুষ তাদের কার্যক্রমে এগিয়ে আসবে এবং সহযোগিতা করবে এ প্রত্যাশা ব্যক্ত করেন। প্রধান অতিথি পাঠাগারের জন্য একটি ভবন তৈরীসহ প্রয়োজনীয় সকল সাহায্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রায় দুশতাধিক এতিম, গরীব ও অসহায় মানুষের মধ্যে ঈদের সামগ্রী হিসেবে সেমাই,চিনি, ডালডা, কিসমিস ও বাদাম বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি মোঃ অহিদুল ইসলাম।