সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে প্রাক্তন রোভার স্কাউটদের মতবিনিময়
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তাফা কামালের সাথে সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন রোভার স্কাউটদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসকের বাংলোয় মতবিনিময় সভায় জেলা প্রশাসক এস এম মোস্তাফা কামাল বলেন, রোভার স্কাউটরা জেলায় ডেঙ্গু মোকাবেলায় প্রশাসনের সাথে কাজ করছে। তারা সমাজের ভালো কাজ করেন।
তিনি সমাজের মানুষের জন্য কাজ করার আহবান জানান। তিনি সরকারি কলেজের অডিটোরিয়ামে (২০২ নং কক্ষে) অনুষ্ঠেয় আগামী ১৩ আগস্ট প্রাক্তন ও বর্তমান রোভার স্কাউটদের মিলন মেলায় ডেঙ্গু বিষয়ে বাড়ি বাড়ি গিয়ে উদ্বুদ্ধ করার আহবান জানান।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন সিনিয়র রোভার মেট আলতাফ হোসেন, নাজমুল হক, শাহাজান আলী, আলফাজ হোসাইন, অতনু বোস, প্রতীম দাশ, আবু সাঈদ, আব্দুল্লাহ আল মামুন, সেলিম হোসেন প্রমুখ। প্রসঙ্গত, ১৩ আগস্ট ডেঙ্গু বিষয়ে সচেতনতায় প্রাক্তন রোভার স্কাউটদের সাথে জেলা প্রশাসক এস এম মোস্তাফা কামাল থাকতে সম্মতি জ্ঞাপন করেন।